English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৭ ১৬:২৯

কোটি টাকার গাড়ি পুড়িয়ে ছাই করল কাস্টমস

নিজস্ব প্রতিবেদক
কোটি টাকার গাড়ি পুড়িয়ে ছাই করল কাস্টমস
অডিআরএইট মডেলের গাড়ি

ঢাকা: কাস্টমস কর্মকর্তারা সাফল্য প্রচার করতে গিয়ে জব্দ করা কোটি টাকা দামের গাড়ি পুড়িয়ে ছাই করলো। বর্তমানে অডিআরএইট মডেলের গাড়িটির দাম কয়েক কোটি টাকা।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর কুর্মিটোলা এলাকার এয়ারপোর্ট রেডের এই ঘটনা ঘটে।

জানা গেছে, অডিআরএইট মডেলের গাড়িটি নিয়ে শুক্রকার কাস্টমসের একজন কর্মকর্তা এই পথে অফিসিয়াল ডিউটিতে যাচ্ছিলেন। পথে এটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে গাড়িটির আগুন নিভিয়ে ফেলে। এরপর ঘটনাস্থলে আসেন বেশ সংখ্যক কাস্টমস কর্মকর্তা রয়েছেন।

তাদেরই একাধিক জন জানান, গাড়িটি বেশ কিছুদিন আগে কাস্টমস জব্দ করে। তখন থেকেই তাদের হেফাজতে ছিলো। শুক্রবার জব্দ করা গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিলেন এমন প্রশ্নের উত্তরে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাস্টমস কর্মকর্তা বলেন, অফিসের ডিউটিতেই যাচ্ছিলেন, ব্যক্তিগত কোনও কাজে নয়। একই সঙ্গে এমন জব্দ করা আরো তিনটি গাড়ি যাচ্ছিলো বলে জানান ওই কর্মকর্তা।

তবে ঘটনাস্থলে থাকা কাস্টমস কর্মকর্তা বিজয় কুমার বলেন, মূলত একটি শ্যুটিংয়ের কাজে নেওয়া হচ্ছিলো গাড়িটিকে।বাংলাদেশে কাস্টমস যে সক্রিয়ভাবে কাজ করছে দামি দামি গাড়ি আটক করছে তার একটি ডকুমেন্টারি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সে কারণে অফিস আদেশ নিয়ে অডি আর এইট ব্র্যান্ডের এই দামি গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছিলো। দলের সঙ্গে নেওয়া বাকি তিনটি গাড়িও আটক করা বলেই জানান এই কর্মকর্তা।

গাড়িতে একজন কাস্টমস কর্মকর্তা ছিলেন এবং কাস্টমসেরই একজন চালক গাড়িটি চালাচ্ছিলো। তারা দুজনই সামান্য আঘাত পেয়েছেন বলে জানান এই কর্মকর্তা।

তিনি আরো বলেন, ঢাকার রাস্তা এই ধরনের গাড়ি চালানোর উপযোগী নয়। আর যিনি চালাচ্ছিলেন তিনিও অতটা দক্ষ নন বলেই হয়তো আগুন ধরে যেতে পারে।