English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ১৭:১৩

লিটন হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
লিটন হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার প্রধান সন্দেহভাজন আশরাফুল ও তার সহযোগী জহিরুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার রাতে র‌্যাব-১ এর একটি দল রাজধানীর বাড্ডা থেকে আশরাফুল ও জহিরুলকে আটক করে। আটক আশরাফুল সুন্দরগঞ্জ থানা জামায়াত নেতা ইউনুসের ছেলে এতে দাবি করা হয়।

প্রসঙ্গত, গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমপি লিটনের মৃত্যু হয়। 

এ ঘটনায় তার ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।