English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ১৩:৩৩

পিস্তলসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতার দু’বছরের কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি:
পিস্তলসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতার দু’বছরের কারাদণ্ড
নূরুল আজিম রনি

চট্টগ্রামের হাটহাজারিতে ইউনিয়ন পরিষদের ভোট চলার সময় একটি ভোটকেন্দ্রে অস্ত্রসহ গ্রেপ্তার নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (৮ মে) ভোরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করেছে হাটহাজারী থানা পুলিশ। বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেল এএসপি মশিউদ্দৌলা রেজা।

তিনি বলেন, ‘হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলাকালে প্রভাব বিস্তারের অভিযোগে অস্ত্রসহ আটক নুরুল আজিম রনিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে থেকে শনিবার একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি, একটি সিল ও নগদ ২৬ হাজার টাকাসহ রনিকে আটক করার পর বিচারিক হাকিম হারুনর রশিদ দুই বছরের দণ্ড দেন।

হাটহাজারী থানার ডিউটি অফিসার এসআই আজিজুর রহমান বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর দুটি ধারা ভঙ্গের দায়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনিকে এক বছর করে মোট দুই বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।’