English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৮ ১৩:৪৯

কনকনে শীত, দুর্ভোগে সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক
কনকনে শীত, দুর্ভোগে সাধারণ মানুষ

কনকনে শীত ও শৈত্যপ্রবাহে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে নিন্ম আয়ের হতদরিদ্র মানুষেরা। শ্রমজীবি মানুষেরা কাজে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। তাপমাত্রা নিন্মগামী থাকায় শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, ডায়রিরা, স্ট্রোকসহ বিভিন্ন রোগে। ফলে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষেরা। দুর্ভোগ বেড়েছে গবাদি পশু পাখিদেরও।

শীতের কারণে ঘন কুয়াশায় ঢাকা থাকছে আকাশ। দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্য। ঘন কুয়াশা অব্যাহত থাকলে বোরো বীজতলা ও রবি ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বোরোতে কোল্ড ইনজুরি ও আলুতে লেটবল্টাইট (পঁচন) দেখা দিতে পারে।