English Version
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭ ১৬:৩০

সরিষাবাড়ীতে জমি নিয়ে হামলা আহত ৩

হামলার ঘটনায় থানায় মামলা
সরিষাবাড়ীতে জমি নিয়ে হামলা আহত ৩

 

সরিষাবাড়ী প্রতিনিধি: সরিষাবাড়ীতে বিক্রিত জমি ফেরত নিতে ক্রেতার বাড়ী ঘরে হামলা ভাংচুর সংর্ঘষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার মূলবাড়ী গ্রামে এঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ দুই নারী গুরুতর আহত হয়েছে।

 

আহতদের সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  হামলার ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে  সুজল উদ্দিনকে প্রধান আসামী করে ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, পৌরসভার মূলবাড়ী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে শফিকুল ইসলাম প্রায় ১০ বছর আগে একই গ্রামের মৃত আব্দুস ছোবাহানের ছেলে সুজল উদ্দিনের নিকট থেকে ২০শতাংশ জমি ক্রয়( সাব রেজিষ্টার) করে নেয়।

 

জমি ক্রয় করে ওই জমিতে শফিকুল ইসলাম বসত বাড়ী বানিয়ে বসবাস করে আসছেন। হঠাৎ সুজল উদ্দিন বিক্রি জমি ফেরত চেয়ে নানা অত্যাচার চালিয়ে আসতে থাকে। শফিকুল ইসলাম জমি ফেরত দিতে অস্বীকার করলে দু পক্ষের মধ্যে বিরুদ্ধ সৃষ্টি হয়।

 

এক পর্যায়ে গত বৃহস্পতিবার সকালে  শফিকুল ইসলাম বাড়ীতে না থাকায় সুজল উদ্দিন ও তার পরিবারের লোকজন বসতবাড়ীতে অর্তকিত হামলা চালায়। হামলা চালিয়ে বসত ঘরে ভাংচুর চালায় এ সময় মলী বেগম ও লিলি বেগম   প্রতিবাদ করলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে বেধরক মারধর করে।

 

এতে শফিকুলের স্ত্রী মলী বেগম (৪০), ৩ বছরের ছেলে আদিয়াত ও লিলি বেগম (৪৫) গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন আহতদেও উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করেন।

 

এ হামলার ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে  সুজল উদ্দিনকে প্রধান আসামী করে ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

এ ব্যাপাওে মামলার তদন্তকারী অফিসার এস আই গোলাম সাকলাইন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।