English Version
আপডেট : ১২ নভেম্বর, ২০১৭ ১০:৪৫

নারায়ণগঞ্জে সড়ক পরিবহন বন্ধ, রেলপথেও শিডিওল বিপর্যয়

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে সড়ক পরিবহন বন্ধ, রেলপথেও শিডিওল বিপর্যয়

নারায়ণগঞ্জে প্রায় সব ধরনের সড়ক পরিবহন বন্ধ রয়েছে। এছাড়াও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল করলেও নির্ধারিত সময়ে কোনো ট্রেন না ছাড়াছে না।

যার কারণে রেলপথে শিডিওল বিপর্যয় দেখা দিয়েছে। রবিবার সকাল থেকেই নারায়ণগঞ্জে এমন দৃশ্য দেখা যায়। নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক ফাঁকা থাকায় কার্যত হরতালের আবহ তৈরি হয়েছে।

ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দেখতে পাচ্ছি বাস চলছে না। তবে এর কারণ আমার জানা নেই। হয়তো কিছুক্ষণ পর থেকে চলতে পারে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব বলেন, সমাবেশে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকামুখী হবে এসেই ভয়েই সরকার আগেই সব পরিবহন বন্ধ করে দিয়েছে।  

মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বিএনপির সমাবেশ পণ্ড করার জন্য সরকার গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাস বন্ধ করে দিয়ে সমাবেশে জনসমাগম রোধ করা যাবে না।