English Version
আপডেট : ২২ অক্টোবর, ২০১৭ ০৮:১১

প্রানে বেঁচে গেলেন গ্রীনলাইন-২ লঞ্চের ৫ শতাধিক যাত্রী

অনলাইন ডেস্ক
প্রানে বেঁচে গেলেন গ্রীনলাইন-২ লঞ্চের ৫ শতাধিক যাত্রী

ঢাকা-বরিশাল রুটে চাঁদপুরের মেঘনা মোহনা অতিক্রম করার সময় গ্রীনলাইন-২ একটি লঞ্চ দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রায় ৫ শতাধিক যাত্রী।

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ ইমরান জানায়, প্রচণ্ড বাতাসে প্রথমে লঞ্চের সামনের অংশের গ্লাস ফেটে যায়। তার কিছুক্ষণ পরেই লক ভেঙে প্রধান গেটটি খুলে যায়। এতে গেটটি আর বন্ধ করা সম্ভব হয়নি এবং প্রচণ্ড ঢেউয়ে ভেতরে পানি প্রবেশ করতে থাকে। এ পরিস্থিতিতে যাত্রীরা চিৎকার দিতে থাকে।

পরে জোরপূর্বকভাবে লঞ্চ কর্তৃপক্ষকে বাধ্য করে চাঁদপুর ঘাটে ভেড়ানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লঞ্চটি চাঁদপুর রকেট ঘাটে অবস্থান করছে।এ ব্যাপারে লঞ্চ কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক মনে হলে গ্রীনলাইন-২ পুনরায় বরিশালের উদ্দেশ্যে রওয়ানরা করবে।