English Version
আপডেট : ১ অক্টোবর, ২০১৭ ১৬:১৮

রাজশাহীতে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

অনলাইন ডেস্ক
রাজশাহীতে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

রাজশাহীর বাগমারায় বজ্রপাতের সময় মাছ ধরার নৌকা থেকে বিলে পড়ে তিন জেলের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিলসুতি বিলে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ওই উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বিহনালী গ্রামের জেলে আবুল হোসেন (৫০), খোরসেদ আলম (৫০) ও জালাল উদ্দীন (৪০)।

বড়বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন বলেন, একটি নৌকায় করে ১৩ জন জেলে বিলসুতি বিলে মাছ ধরছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিন জেলে নৌকা থেকে বিলের পানিতে পড়ে যান। খবর পেয়ে আরেকটি নৌকায় করে লোকজজন গিয়ে বাকি জেলদের উদ্ধার করলেও ওই তিনজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানান মিলন।

বাগমারা থানার ওসি নাছিম আহমেদ বলেন, তাদের খোঁজ না পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য বিলে তল্লাশি শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় দুপুর পৌনে ২টার দিকে বিল থেকে তিন জেলের লাশ উদ্ধার করা হয়।

জ্ঞান হারিয়ে নৌকা থেকে বিলে পড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা এ পুলিশ কর্মকর্তার। বলেন, বজ্রপাতের সময় আব্দুল করিম (২৮) ও আশরাফুল ইসলাম (৩৫) নামে আরও দুই জেলে জ্ঞান হারান। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।