English Version
আপডেট : ১ অক্টোবর, ২০১৭ ১৩:৫২

ফেনীতে ইলিশ কিনতে ক্রেতার ঢল

অনলাইন ডেস্ক
ফেনীতে ইলিশ কিনতে ক্রেতার ঢল

চারদিক শুধু ইলিশ আর ইলিশ। হাজারো ক্রেতা ভিড় জমিয়ে কিনছেন নানা আকার ও দামের ইলিশ।

খুব বেশি ক্রেতা খালি হাতে ফিরে যাননি। গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। ৩০ সেপ্টেম্বর শনিবার ফেনীর প্রধান মাছ আড়ত খাজুরিয়া বাজারের দৃশ্য ছিল এটি। বিক্রেতারা জানান, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, সোনাগাজী ও চট্টগ্রামসহ মোহনার বিভিন্ন পয়েন্টে প্রচুর ইলিশ ধরা পড়ায় শনিবার দুপুর থেকে মাছের আমদানি ছিল যথেষ্ট। এ দিন খাজুরিয়া মাছের আড়তের বাইরেও দোকানিরা ভ্যানে করে বিভিন্ন আকারের ইলিশ বিক্রি করে। খবর পেয়ে দুপুর থেকে রাত ১টা পর্যন্ত হাজারো ক্রেতা বাজারে ভিড় জমায়। প্রায় সকলেই কমবেশি ইলিশ ক্রয় করেন। রবিবার সকালে বিক্রেতারা জানান, অর্ধশতাধিক আড়তে মাছ বিক্রি দুই কোটি টাকা ছাড়িয়েছে। একইভাবে ফেনী বাজার, সুলতান মাহমুদ হকার মার্কেট, মহিপাল কাঁচা বাজারসহ বিভিন্ন বাজারেও প্রচুর ইলিশ বিক্রি হয়।

৪০০ গ্রাম থেকে শুরু করে দেড় কেজি পর্যন্ত মাপের ইলিশ চোখে পড়ে বাজারে। ২৫০ টাকা থেকে শুরু করে ১৪০০ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয় মাছগুলো।   খাজুরিয়া মাছ আড়তের ব্যবসায়ী মিস্টার জানান, চারদিক থেকে প্রচুর মাছ আসার খবরে ক্রেতাদের ঢল নামে। বেশির ভাগ ক্রেতাই ছোট মাপের মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে ক্রয় করতে সক্ষম হন। রাত প্রায় ১টা পর্যন্ত বেচাকেনা চলে বলে তিনি জানান।

মাছ কিনতে আসা ফজলুর রহমান বলেন, ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের বেশকিছু মাছ ৪৫০ টাকা থেকে ৫০০ টাকায় কিনতে পেরেছি। তবে যেভাবে সস্তায় মাছ যাচ্ছে বলে প্রচার করা হয়েছিল, তা সঠিক নয়। দাম মোটামুটি বেশি বলেই মনে হচ্ছে। আরেক ক্রেতা এফ কে রিয়াজ বলেন, শনিবার বিকেলে মাছের দাম কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর দাম বেড়ে যায়। এ ছাড়া বড় সাইজের ইলিশ তেমন ছিল না। বেশির ভাগই ছোট সাইজের মাছ।