English Version
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৫১

এক গ্রামেই ২৬ মণ্ডপ

অনলাইন ডেস্ক
এক গ্রামেই ২৬ মণ্ডপ

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ গ্রাম। নগরের এক নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সড়কের উল্টোদিকে এর অবস্থান।

একাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিকের জন্মস্থান হিসেবে বিশেষ খ্যাতি আছে গ্রামের। খ্যাতি আছে পূজার মণ্ডপ নিয়েও। এবার ওই গ্রামে ২৬টি মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিতের দাবি, এক গ্রামে এত মণ্ডপ দেশের আর কোথাও নেই। সরেজমিন দেখা যায়, ওই গ্রামে পূজা দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমায়। এতে করে দেখা দেয় তীব্র যানজট। এই যানজট এড়াতে বেশ খানিকটা দূরে গাড়ি রেখে দর্শনার্থীরা মণ্ডপে মণ্ডপে পূজা দেখে। পূজা দেখতে ওই গ্রামে প্রতিদিন হাজারো মানুষের সমাগম ঘটে বলে জানিয়েছে আয়োজকরা।

মণ্ডপের প্রতিমাগুলোও শৈল্পিকতায় ভরা।

দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি কলকাতা থেকেও শিল্পীরা এসে সেখানে প্রতিমা তৈরি করেন। পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রবাল ঘোষ দেবু বলেন, ‘আবহমান কাল ধরে দুর্গাপূজায় এই ফতেয়াবাদে সব ধর্মের মানুষের অংশগ্রহণ থাকে। এ কারণে এখানে মণ্ডপ বাড়তে বাড়তে এবার ২৬-এ দাঁড়িয়েছে। ’

পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, ‘আমাদের গ্রামে পূজা দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীদের প্রচুর ভিড় হয়। ভিড়ের কারণে প্রধান সড়ক থেকে ভেতরে দাতারাম সড়ক দিয়ে মণ্ডপগুলো দেখতে যাতে কোনো সমস্য না হয়, সে জন্য গত দুই দিন ধরে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। ’

এদিকে গতকাল সন্ধ্যায় ওই গ্রামে মণ্ডপ পরিদর্শনে যান পানিসম্পদমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।