English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৭ ২৩:৪০

বাবা-মার সাথে অভিমান, কিশোরীর আত্মহত্যা

বাবা-মার সাথে অভিমান, কিশোরীর আত্মহত্যা
প্রতীকী ছবি

 

রাজশাহীর তানোরে বাবা-মার সাথে অভিমান করে আশা মনি (১৮) নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।

বুধবার বিকেল আড়াইটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সে উপজেলার কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের তৈমুর রহমানের মেয়ে।

  জানা গেছে, গত বছরের শেষের দিকে নাবালিকা আশা মনির ইচ্ছার বিরুদ্ধে অন্যত্র বিয়ে দেয় তার পরিবারের লোকজন। বিয়ের কিছু দিনের মাথায় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ায় দু’পক্ষের আপোষে বিবাহ বিচ্ছেদ ঘটে। 

 

রপর থেকে প্রায় সাত মাস ধরে আশা মনি তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।তবে বুধবার (১৬আগস্ট) দুপুরে সামান্য বিষয়কে কেন্দ্র করে মা-বাবার সঙ্গে অভিমান করে পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করে। পরে জানতে পেরে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

এসময় রোগীর অবস্থা বেগতিক দেখে চিকিৎসকের পরামর্শে আশাকে তার পরিবারের সদস্যরা রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসে। বিকেল ৩টার দিকে রামেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ তথ্য নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম প্রতিবেদককে জানান, এ ঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে।