English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৭ ১৫:২৮

অক্সফোর্ড স্কুলে মিনি ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
অক্সফোর্ড স্কুলে মিনি ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

 

 

গাজীপুর মহানগরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতি নিকটে অবস্থিত অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের আয়োজনে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মিনি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে।

 

১৬ আগস্ট বুধবার সকাল ১২.৩০ ঘটিকায় ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এস.এম. হাফিজুর রহমান উপস্থিত থেকে ফিতে কেটে উদ্বোধন করেন। এসময় তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি শরির ও মনকে সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শারীরিক গঠন ঠিক রাখে ও নেশা থেকে মুক্ত রাখে।

 

যেসব যুবকরা খেলাধুলার প্রতি মনোযোগ তারা কোনো দিন নেশা করে না। তাই খেলাধুলা ছেলে-মেয়েদের একান্ত প্রয়াজন। অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের আয়োজনে মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের মধ্যদিয়ে এ এলাকার শিক্ষার্থীদের খেলার প্রতি সজাগ ও আকৃষ্ট করাই ছিল লক্ষ্য। তাই নেশামুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।

 

মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম.এইচ. রানার পরিচালনায় উপস্থিত ছিলেন অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের পরিচালক, অর্থ সচিব ও ব্যাংকার মোঃ ওয়াজেদ আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ সাজু মিয়া, সহকারী শিক্ষক মোহাম্মদ সুজন আলী, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ তরিকুল ইসলাম প্রমূখ।  

 

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর ফার্নিচার বনাম কনচার্জ বয়েজের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করেছে। ১২ ওভার করে প্রতিদিন ২টি করে দলের খেলা হবে।