English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৭ ১৪:৫২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ওদুদ এমপি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ওদুদ এমপি

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেছেন, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও সামাজিক নিরাপত্তা কর্মসূচীর মত বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, যা আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে অপরিহার্য।

 

বর্তমান সরকার দেশের উন্নয়নে বিশ্বাসী বলে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছেন। ফলে এসব উপকারভোগীদের জীবনযাত্রার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া, বর্তমান সরকার গ্রাম থেকে গ্রামান্তরে সংযোগ সড়ক নির্মাণ করে দেশের অগ্রযাত্রাকে আরো তরান্বিত করছে। 

 

বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প-৩ এর অধীন ২য় পর্যায়ে এশীয় উন্নয়ন ব্যাংক, ওপেক ফান্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সহযোগিতায় নয়নশুকা-চাঁদলাই মোড় হতে টিকরামপুর-নামোশংকরবাটি পর্যন্ত প্রায় ৯৯ লাখ ৯৩ হাজার ৩’শ ৫০ টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষাবিদ আব্দুল হান্নান, প্যানেল মেয়র-১ মোঃ সাইদুর রহমান, কাউন্সিলর মমরেজুল আখতার মমরেজ, সংরক্ষিত নারী কাউন্সিলর সাকেরা খাতুন, নির্বাহী প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম প্রমুখ।

 

অপরদিকে, একই প্রকল্পের আওতায় চরমোহনপুরে প্রায় ১ কোটি ৮৭ লক্ষ ৩০ হাজার ১’শ ৪০ টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।