English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৭ ১৪:৪৫

ফরিদপুরের চরাঞ্চলে পানিবন্দি প্রায় ৪ হাজার পরিবার

অনলাইন ডেস্ক
ফরিদপুরের চরাঞ্চলে পানিবন্দি প্রায় ৪ হাজার পরিবার

রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফরিদপুরের সদরের তিনটি ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন চরাঞ্চলের নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে আজ বুধবার পর্যন্ত ওই এলাকার প্রায় চার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া কয়েকটি সড়ক প্লাবিত হওয়ায় চলাচল ব্যহত হচ্ছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ বুধবার বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। এছাড়া কুমার ও আড়িয়াল খাঁ নদের পানিও বেড়েছে।

এ ব্যাপারে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) প্রভাংশু সোম মহান জানান, ফরিদপুর সদরের চরমাধবদিয়া, নর্থচ্যানেল অম্বিকাপুর ও আলিয়াবাদ ইউনিয়নের চরাঞ্চলের প্রায় চার হাজার পরিবার পানিবন্দি হয়েছে বলে জানতে পেরেছি। আমরা খোঁজ-খবর রাখছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।