English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৭ ১০:৫৩

দিনাজপুরে বন্যায় নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
দিনাজপুরে বন্যায় নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। বন্যার পানিতে ডুবে সেই মৃতরা হলেন গড়বাড়ী গ্রামের মুলিয়া মুরমু (৬৭), আব্দুস সাত্তার (৬৫) ও  মফিজুর রহমান (২০)।

গতকাল মঙ্গলবার দুপুর থেকে দিবাগতরাত পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার করা হয়। এনিয়ে জেলায় চলতি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ জনে।  

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতরা সবাই পানিতে ডুবে মারা গেছেন। এদের মধ্যে সোমবার পানিতে ডুবে নিখোঁজ মুলিয়া মুরমুরের মরদেহ আজ মঙ্গলবার উদ্ধার হয়। এছাড়া আব্দুস সাত্তার ও মফিজুর রহমান মঙ্গলবার বন্যার পানির স্রোতে তলিয়ে গিয়ে মারা যান।  

উল্লেখ গত তিনদিনের বন্যায় দিনাজপুরে ২৭ জনেক মৃত্যু হল। এছাড়াও দুইজন এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কাজ করছে। শেষ খবর পাওয়া মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত নিখোঁজদের সন্ধান পায়নি উদ্ধারকর্মীরা।