English Version
আপডেট : ১০ জুন, ২০১৭ ০৬:১৫

নড়াইলে অস্ত্র ও গুলিসহ শিবির নেতাসহ ৩০ জন গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে অস্ত্র ও গুলিসহ শিবির নেতাসহ ৩০ জন গ্রেফতার

নড়াইলের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সোবহানকে একটি শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ আটক করেছে। এছাড়া পুলিশ তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযানে নড়াইল সদর থানা পুলিশ সদর উপজেলার বিছালী এলাকা থেকে জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সোবহানকে একটি শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ আটক করেছে। এছাড়া পুলিশ তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ আরো ৯ জনকে আটক করেছে। নড়াইলের লোহাগড়া থানায় ১০ জন, নড়াইলের কালিয়া থানা পুলিশ ৪ জন এবং নড়াইলের নড়াগাতি থানা পুলিশ বিভিন্ন মামলা ও অভিযোগে ৭ জনকে আটক করেছে। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে। যার কারণে তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। এছাড়া তিনি আরো বলেন, পুলিশ কাউকে অহেতুক হয়রানি বা মিথ্যা মামলাসহ কোন প্রকার দুর্নীতির আশ্রয় গ্রহণ করছে না।