English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৩২

বাল্য বিয়ে নয় সঠিক সময়ে মেয়েকে বিয়ে দিয়েছেন বলে- এমপি সালাউদ্দিন আহমেদ মুক্তি'র দাবি

নিজস্ব প্রতিবেদক
বাল্য বিয়ে নয় সঠিক সময়ে মেয়েকে বিয়ে দিয়েছেন বলে- এমপি সালাউদ্দিন আহমেদ মুক্তি'র দাবি

ময়মনসিংহ বুরো (এমএইচএ):: বাল্য বিয়ে নয় সঠিক সময়ে মেয়েকে বিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মুক্তি।

রবিবার (১৯ ফেব্রুয়ারী) ময়মনসিংহ শহরের ধানসিঁড়ি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

উল্লেখ্য- গত শুক্রবার ১৭ ফ্রেব্রুয়ারী ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মুক্তির দুই মেয়ের শুভবিবাহ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছোট মেয়ে আফসানা মীম প্রিয়ন্তীর বাল্য বিয়ে দেয়া হয়েছে বলে বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশনে খবর প্রকাশিত হয়।

এর প্রতিবাদে রবিবার বিকালের তিনি এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে সালাউদ্দিন আহমেদ মুক্তি বলেন, দুই মেয়ের বিয়ে নিয়ে কতিপয় সংবাদ মাধ্যম অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে। যা আমার পরিবার এবং আমার দল জাতীয় পার্টির ভাবমুর্তির ক্ষুন্নের অপচেষ্টা মাত্র।

আমার ধারনা একটি কুচক্রি মহলের দ্বারা প্রভাবিত হয়ে এসব সংবাদ প্রকাশ করা হয়েছে। যা আদৌ সত্য নয়। মিডিয়ায় এমন খবর প্রকাশে আমার নির্বাচনী এলাকা মুক্তাগাছার মানুষও বিষ্ময় প্রকাশ করেছেন।