English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:৩১

'বসুন্ধরার দুই প্রকল্পে ৩০-৪০ হাজার কর্মসংস্থান হবে'

অনলাইন ডেস্ক
'বসুন্ধরার দুই প্রকল্পে ৩০-৪০ হাজার কর্মসংস্থান হবে'

দেশের বৃহত্তম শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেছেন, বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নের জন্য বসুন্ধরা গ্রুপ সব সময় পাশে থাকবে। ইতিমধ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কয়েকটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। উন্নয়নে পাল্টে যাবে চট্টগ্রাম।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান এসব কথা বলেন। 

এর আগে সিটি মেয়রের কার্যালয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে মেয়র নাছির চট্টগ্রামের উন্নয়ন ও অগ্রযাত্রার বিভিন্ন তথ্য এবং নিজের উন্নয়ন কর্মপরিকল্পনা সায়েম সোবহানের সামনে তুলে ধরেন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান চট্টগ্রামের উন্নয়নে নানা পরিকল্পনা বিষয়ে অবগত হয়ে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে চট্টগ্রামের এবং চট্টগ্রামবাসীর উন্নয়নে পাশে থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

সায়েম সোবহান বলেন, দেশ ও মানুষ লাভবান হবে এমন সব কাজে বসুন্ধরা গ্রুপ সব সময় পাশে থাকবে। এ সময় তিনি সিটি মেয়রকে ‘ডায়নামিক’ মেয়র হিসেবেও আখ্যায়িত করেন। 

সৌজন্য সাক্ষাতের পর সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, বসুন্ধরা গ্রুপের সঙ্গে আমার অনেক আগে থেকে সম্পর্ক। আজ বসুন্ধরা গ্রুপের এমডি চট্টগ্রামে এসেছেন। এটি একটি সৌজন্য সাক্ষাৎ। বসুন্ধরা দেশের শীর্ষস্থানীয় গ্রুপ, করপোরেট হাউস। দেশের আবাসন থেকে শুরু করে বিভিন্ন খাতে বসুন্ধরা গ্রুপ প্রচুর বিনিয়োগ করছে। এতে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। 

সায়েম সোবহানের উদ্দেশে চট্টগ্রামের সিটি মেয়র আরো বলেন, আমি উনাকে অনুরোধ করেছি চট্টগ্রামে উন্নয়ন কর্মকাণ্ডে বিনিয়োগ করার জন্য, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য। উনি আমাকে চট্টগ্রামের উন্নয়নে আরো বহুলভাবে বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে বসুন্ধরা গ্রুপ চট্টগ্রামে অনেক মেগা প্রকল্প হাতে নিয়েছে। সেগুলো বাস্তবায়নে সিটি করপোরেশনের সহযোগিতা চাইছেন। আমরা চট্টগ্রামের স্বার্থে সেই প্রকল্পগুলোতে বসুন্ধরা গ্রুপকে সর্বাত্মক সহযোগিতা করব বলে আশ্বস্ত করেছি।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে উদ্দেশ করে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান বলেন, মেয়র হওয়ার আগে থেকে ব্যক্তিগতভাবে আমাদের সম্পর্ক ছিল। উনার সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। 

তিনি সাংবাদিকদের বলেন, আপনারা জানেন চট্টগ্রামের উত্তরে সীতাকুণ্ডে আমরা দুটি মেগা প্রকল্প হাতে নিয়েছি। বসুন্ধরা গ্রুপ সেখানে বৃহৎ পরিসরে অয়েল রিফাইনারি টার্মিনাল নির্মাণ করবে। আরো প্রকল্প আছে। যা চট্টগ্রামবাসীর জন্য লাভজনক হবে। আমরা বসুন্ধরা গ্রুপ সব সময় চট্টগ্রামবাসীর পাশে আছি।