English Version
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৭ ১২:০৪

বেসিক ব্যাংকে জিএম পদে পদোন্নতি পেলেন দুজন

অনলাইন ডেস্ক
বেসিক ব্যাংকে জিএম পদে পদোন্নতি পেলেন দুজন

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যংকে মহাব্যবস্থাপক পদে দুজনকে পদোন্নতি দেয়া হয়েছে। গত ২৯ নভেম্বর পরিচালনা পর্ষদের ৪২৪তম সভায় এই দুজন কর্মকর্তাকে উপ-মহাব্যবস্থাপক পদ হতে পদোন্নতি দিয়ে মহাব্যবস্থাপক করা হয়। তাদের এই পদোন্নতি ৩০ নভেম্বর হতে কার্যকর হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগন হলেন বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের রিকভারি ডিভিশনের ইনচার্জ ও ডিজিএম মোঃ মাসুম উদ্দীন খান এবং ফিন্যান্স ও এ্যাকাউন্টস ডিভিশনের ইনচার্জ ও ডিজিএম নিরঞ্জন চন্দ্র দেবনাথ। 

মোঃ মাসুম উদ্দীন খান ১৯৯৬ সালের অক্টোবর মাসে সিনিয়র অফিসার হিসাবে অগ্রনী ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে ২০০০ সালের জুলাই মাসে তিনি উপ-ব্যবস্থাপক হিসাবে বেসিক ব্যাংকে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ হতে স্নাতোক্তোর ডিক্রী লাভ করেন।

অপরদিকে নিরঞ্জন চন্দ্র দেবনাথ ১৯৯৭ সালের এপ্রিল মাসে সহকারী ব্যবস্থাপক হিসাবে বেসিক ব্যাংকে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টিং বিভাগ হতে স্নাতোক্তোর সম্পন্ন করেন এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্টেন্টস হতে সিএমএ  কোর্স সম্পন্ন করে এফসিএমএ হন। 

পরিচালনা পর্ষদের ৪২৪তম সভায় একই সাথে আরো ৪ জন কর্মকর্তাকে সহকারী মহাব্যবস্থাপক হতে পদোন্নতি দিয়ে উপ-মহাব্যবস্থাপক করা হয়। পদোন্নতিপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপকগণ হলেন ষোলশহর শাখার ইনচার্জ ডমিনিক স্যামশন, বাবুবাজার শাখার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, ট্রেনিং ইন্সটিটিউটের প্রিন্সিপাল শিহাব চৌধুরী এবং লিগ্যাল ইস্যুস বিভাগের ইনচার্জ এবিএম জাহিদ হোসেন। 

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার মো. ইকবালের মেয়াদ শেষ হলে অক্টোবরের ২৩ তারিখ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ পান মুহাম্মদ আউয়াল খান। তাঁর অধীনে বিভিন্ন যাচাই-বাছাই, মৌখিক পরীক্ষা শেষে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পদোন্নতির প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে মহাব্যবস্থাপক এবং উপ-মহাব্যবস্থাপক পদে পদোন্নতি সম্পন্ন হয়েছে। অন্যান্য পদের কর্মকর্তাদের পদোন্নতি  প্রক্রিয়া চলছে।