English Version
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৭ ১৫:৩৮

এবার তুরস্ক থেকে ১০ হাজার টন পেঁয়াজ আসছে

অনলাইন ডেস্ক
এবার তুরস্ক থেকে ১০ হাজার টন পেঁয়াজ আসছে

দীর্ঘদিন ধরে পেঁয়াজের বাজার ভারতের ওপর নির্ভরশীল হলেও দেশের ঘাটতি মেটাতে এস আলম গ্রুপ তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করছে।

জানা গেছে, ইতোমধ্যে সব প্রক্রিয়া শেষ। প্রাথমিকভাবে ১০ হাজার টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে। যা শীঘ্রই দেশে এসে পৌঁছবে।

সরকারি হিসেব মতে, দেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা ২০ থেকে ২২ লাখ টন। আর আমাদের দেশে উৎপাদন হচ্ছে ১০ থেকে ১২ লাখ টন। এই ঘাটতি থাকায় বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ছে।

এস আলম গ্রুপের বাণিজ্যিক বিভাগের মহাব্যবস্থাপক আক্তার হাসান জানান, দেশের ভোগ্যপণ্যের চাহিদা মেটাতে যেভাবে কাজ করে যাচ্ছে এস আলম গ্রুপ, ঠিক সেভাবেই ক্রমবর্ধমান পেঁয়াজের বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে গ্রুপের চেয়ারম্যান পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আক্তার হাসান আরো বলেন, আমদানিকৃত পেঁয়াজের চালান দেশে এসে পৌঁছলে পেঁয়াজের বাজারমূল্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে।