English Version
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৭ ১০:০৭

শীর্ষ করদাতার কর কার্ড গ্রামীণফোনের

অনলাইন ডেস্ক
শীর্ষ করদাতার কর কার্ড গ্রামীণফোনের

টানা  দ্বিতীয় বছরের মতো টেলিযোগাযোগ খাতের সর্বোচ্চ করদাতা হিসেবে কর কার্ড পেয়েছে গ্রামীণফোন। গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি এবং সিএফও কার্ল এরিখ ব্রোতেনের নামে এনবিআর কর কার্ড ইস্যু করেছে। বাসস সূত্রে এ তথ্য জানা যায়।

২০১৬-২০১৭ অর্থবছরে টেলিকম খাতের সর্বোচ্চ করদাতা হিসেবে প্রতিষ্ঠানটি একটি ক্রেস্ট পেয়েছে। গ্রামীণফোনের হেড অফ কর্পোরেট ট্যাক্স ম্যানেজমেন্ট মো. মোহসিন, প্রধান নির্বাহীর পক্ষ থেকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে এই ক্রেস্ট গ্রহণ করেন।

গ্রামীণফোন দেশের সর্বোচ্চ করদাতা এবং একটি বড় ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান। গ্রামীণফোন প্রতিষ্ঠার পর থেকে ২০১৭ তৃতীয় প্রান্তিক পর্যন্ত এ প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কোষাগারে মোট ৫৭,০০০ কোটি টাকা প্রদান করেছে। এর মধ্যে আছে এনবিআরকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর হিসেবে প্রদত্ত ৩৮,৩০০ কোটি টাকা, উইথহোল্ডিং ট্যাক্স হিসেবে দেয়া ৫৬০০ কোটি টাকা এবং বিটিআরসিকে দেয়া ১৩,১০০ কোটি টাকা।

কর কার্ড পেয়ে সন্তুষ্ট গ্রামীণফোনের সিইও বলেন, আমরা সতর্কতার সাথে আমাদের কর পরিশোধ করি এবং আমাদের এই প্রচেষ্টা কর কর্তৃপক্ষের স্বীকৃতি পাওয়াটা আনন্দের বিষয়।