English Version
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৭ ০৯:৫৭

আবারও বাড়ছে সোনার দাম

অনলাইন ডেস্ক
আবারও বাড়ছে সোনার দাম

মাত্র ২ মারেস ব্যবধানে আবারও বাড়ছে সোনার দাম। প্রতি ভরি ভালো মানের সোনার দর ১ হাজার ৪০০ টাকা বেড়েছে। অন্যান্য মানের সোনার দর বেড়েছে ভরিতে ৫৫০ থেকে এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত। আগামীকাল রোববার থেকে নতুন দর কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্সে সমিতি (বাজুস) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সর্বশেষ ২ মাস আগে একবার সোনার দাম বাড়ানো হয়েছিল। বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধি এবং স্থানীয় বাজারে চাহিদা বাড়ার কারণে সোনার দাম বাড়ানো হয়েছে। এছাড়া নভেম্বর এবং ডিসেম্বর মাস আমাদের এখানে বিয়ের মৌসুম হওয়ায় চাহিদাও বেড়েছে। সব বিষয় বিবেচনায় নিয়েই আমরা সোনার দর বাড়িয়েছি।