English Version
আপডেট : ২ অক্টোবর, ২০১৭ ১৬:০১

চাল ব্যবসায়ীদের লাইসেন্স বাধ্যতামূলক : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
চাল ব্যবসায়ীদের লাইসেন্স বাধ্যতামূলক : খাদ্যমন্ত্রী

চাল আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, মজুতদার এবং আড়তদারদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে খাদ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নিতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সোমবার সচিবালয়ে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

যারা লাইসেন্স করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, আগামী ১০ তারিখ পর্যন্ত ব্যবসায়ীদের নোটিশ দিয়ে লাইসেন্স নেয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হবে এবং ৩০ তারিখের মধ্যে সকলকে লাইসেন্স নিতে হবে। খাদ্য অধিদপ্তরকে পাক্ষিক প্রতিবেদনও দিতে হবে চাল ব্যবসায়ীদের।

খাদ্যমন্ত্রী বলেন, যারা লাইসেন্স নিবে না তাদের জেলা প্রশাসক কিংবা মোবাইল কোর্টের মাধ্যমে প্রচলিত আইনের আওতায় আনা হবে।