English Version
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৩৯

ফের দাম কমলো স্বর্ণের

অনলাইন ডেস্ক
ফের দাম কমলো স্বর্ণের

টানা দ্বিতীয় দফায় দেশের বাজারে কমল স্বর্ণের দাম। ভরপ্রতি এবার সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার থেকে সারাদেশে কার্যকর হবে নতুন দর।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমানো হয়।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ৮২২ টাকায়। সোমবার পর্যন্ত এ মানের স্বর্ণ বিক্রি হয় ৪৮ হাজার ৯৮৮ টাকায়। অর্থাৎ ভরিতে দাম কমছে ১১৬৬ টাকা।