English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:১১

এফবিসিসিআই নির্বাচন ১৪ মে

নিজস্ব প্রতিবেদক
এফবিসিসিআই নির্বাচন ১৪ মে

ব‌্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-র নেতৃত্ব নির্বাচনে ভোট ১৪ মে। মঙ্গলবার এফবিসিসিআই-র সংবাদ বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার কথা জানানো হয়। তফসিল অনুযায়ী এফবিসিসিআই-র পরিচালক পদে ১০ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১৪ মের ভোটে নির্বাচিত পরিচালকরা ১৬ মে সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।

নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য এফবিসিসিআই ওয়েবসাইটে (www.fbcci-bd.org) দেওয়া আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের নেতৃত্বে গঠিত তিন সদস্যের নির্বাচনী বোর্ড এই তফসিল ঘোষণা করে।

এবারের নির্বাচনে সভাপতি পদে এখন পর্যন্ত দুজন প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের একজন হলেন বর্তমান প্রথম সহসভাপতি তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। অন্যজন এফবিসিসিআইর আরেক সাবেক প্রথম সহসভাপতি জসিম উদ্দিন, যিনি প্লাস্টিক খাতের ব্যবসায়ী।

ঘোষিত তফসিল অনুযায়ী এফবিসিসিআইয়ের পরিচালক পদে নির্বাচনের জন্য ১০ এপ্রিল তারিখের মধ্যে মনোনায়নপত্র দাখিল করতে হবে। ১৫ মার্চের মধ্যে চেম্বার ও সমিতিগুলোকে ২০১৭ সালের চাঁদা পরিশোধ করতে হবে। ১৮ মার্চ ভোটার হিসেবে নাম পাঠানোর শেষ সময়। ২৩ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার ওপর আপত্তি জানানো শেষ সময় ২৮ মার্চ। আপত্তির ওপর শুনানি করা হবে ২৯ ও ৩০ মার্চ।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১ এপ্রিল। ১০ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। এ তালিকা বাছাই করা হবে ১১ থেকে ২২ এপ্রিল পর্যন্ত। বৈধ মনোনয়নপত্র জমাদানকারীদের তালিকা প্রকাশ করা হবে ২৩ এপ্রিল। নির্বাচন বোর্ডের বৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করতে হবে ২৬ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত। বাতিল প্রার্থীর আপিল শুনানি গ্রহণ করা হবে ২৭ এবং ২৯ এপ্রিল। ৩০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রণয়ন করা হবে। ৬ মে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ওইদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৪ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন নির্বাচন শেষে নির্বাচিত পরিচালকরা ১৬ মে  সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। সব মিলিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২০ মে।

নিয়মানুযায়ী, এবার এফবিসিসিআই’র ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ২৪টি পদে আসবেন চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলো থেকে। দেশের ৮২টি চেম্বার ও ৩৮৫টি পণ্যভিত্তিক অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদের সদস্যরা ভোট দিতে ৩৬ জনকে পরিচালক নির্বাচিত করবেন। পরবর্তীতে ৬০ জন পরিচালক এফবিসিসিআই সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।