English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:০৯

৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাপা

অনলাইন ডেস্ক
৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাপা

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের (জি এম কাদের) বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে হয় না। নির্বাচন পরিস্থিতি উন্নয়নের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার চাইলে জাতীয় পার্টি এ বিষয়ে প্রস্তাব দেবে।

আজ সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তবে সংবিধানের কয়েকটি ধারার কারণে বিচার বিভাগ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার ঘাটতি রয়েছে।

তিনি বরেন, জাতীয় পার্টি চেয়ারম্যানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় শুধু পার্টির কর্মীরাই নয় দেশের মানুষও খুশি হয়েছে। মামলার কারণে স্বাভাবিক রাজনীতিতে কিছুটা বাঁধা এসেছে কিন্তু আমরা আদালতের সব নির্দেশনা শ্রদ্ধার সঙ্গে  ইতিবাচক ভাবেই নিচ্ছি।

জি এম কাদের বলেন, বর্তমান সরকার দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে জণগনের আস্থা হারিয়েছে, আবার বিএনপিকেও মানুষ পছন্দ করে না। দেশের মানুষ এখন আওয়ামী লীগ বিএনপির বাইরে একটি তৃতীয় বলয় খুঁজছে। জাতীয় পার্টি হচ্ছে সেই তৃতীয় বলয়। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে।