English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:২৮

আজ প্রেস ক্লাবের সামনে বিএনপির অনশন

অনলাইন ডেস্ক
আজ প্রেস ক্লাবের সামনে বিএনপির অনশন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, একই দাবিতে সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও মঙ্গলবার নয়াপল্টনে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার কর্মসূচি শেষ হলে নতুন কর্মসূচি ঘোষণা করবেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, এর আগে গত শুক্র ও শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি।