English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৮ ১৩:৫৬

হাসপাতাল ছাড়ার আগে যা বললেন আইভী

অনলাইন ডেস্ক
হাসপাতাল ছাড়ার আগে যা বললেন আইভী

আমার জনগণ ফুটপাত দিয়ে হাঁটবে। আমাদের সকলের নাগরিক অধিকার আছে। আমি যখন ট্যাক্স নেই, সকলের কাছ থেকে নেওয়া হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকার ল্যাব এইড হাসপাতাল ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আমার এখতিয়ার, এখানে কেউ হস্তক্ষেপ করলে তা নগরবাসী মেনে নেবে না, আমি রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নই। আমি সকলের মেয়র। আওয়ামী লীগের কর্মী হিসেবে শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী তার সাথে আলী আহম্মদ চুনকার মেয়ে, এটিই আমার পরিচয়।।

সাংবাদিকদের তিনি বলেন, নারায়ণগঞ্জের সকল কিছু জনগণের। এই জনগণের জন্যই আজকে আমি বেঁচে আছি এবং আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তারাই আমাকে বাঁচিয়ে রাখবে। এসময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং সাংসদ শামীম ওসমানের সমর্কদের মধ্যে ফুটপাতে হকারদের বসা নিয়ে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সাংবাদিকসহ শতাধিক আহত হন। মেয়র আইভীও আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন৷ এরপর তার অবস্থার অবনতি হলে ল্যাবএইডে তাকে ভর্ করা হয়।

এর আগে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলনে আইভী বলেন, হকারদের ইস্যু করে আমাকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে৷ আমার নিকট আত্মীয়, ভাই, ভাগ্নে ও ভগ্নিপতিসহ কাছের নেতাকর্মীদের মুখ দেখে দেখে হামলা করা হয়েছে৷ ইটবৃষ্টি ঝরানো হয়েছে৷ আমি এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেবো। মঙ্গলবার সকালে আইভিকে হত্যা চেষ্টায় এক মামলা দায়ের করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন অফিসার জিএমএ সাত্তার।