English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৮ ১১:৪১

বিএনপির বিক্ষোভ আজ

অনলাইন ডেস্ক
বিএনপির বিক্ষোভ আজ

৫ই জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ঢাকা মহানগরের প্রতিটি থানায় থানায় বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি পালন করবে বিএনপি। প্রশাসনের অনুমতি না পাওয়ায় প্রস্তুতি নিয়ে এবং ভেন্যু পরিবর্তনের ঘোষণা দিয়েও সমাবেশ করতে পারেনি দলটি। তারই প্রতিবাদে শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি।

শুক্রবার (৫ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী জানান, ৫ই জানুয়ারি সমাবেশের অনুমতি পাইনি। তাই শনিবার (৬ই জানুয়ারি) ঢাকা মহানগরে প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নির্বাচন বর্জন করে হরতাল-অবরোধের কর্মসূচি পালন করে। এবং ২০১৫ সাল থেকে ৫ই জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।