English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৮ ১৯:২১

মন্ত্রিসভায় রদবদল : মেননের স্থানে শাহজাহান কামাল

অনলাইন ডেস্ক
মন্ত্রিসভায় রদবদল : মেননের স্থানে শাহজাহান কামাল

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় দায়িত্বে থাকা রাশেদ খান মেনন কে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হল মন্ত্রী এ কে এম শাহজাহান কামালকে। আর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী হিসেবে অন্য দুই জনের সঙ্গে শপথ নেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল। রাতে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়নি। সকালে মন্ত্রিপরিষদের বৈঠক শুরুর আগে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কোন মন্ত্রণালয় পাচ্ছেন, সে বিষয়ে প্রজ্ঞাপনও হয়নি। তার দপ্তর না পেয়ে নতুন মন্ত্রীরা মন্ত্রিসভার বৈঠকে যোগ দেননি।

এর মধ্যে সচিবালয়ে শাহজাহান কামালকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার কথা প্রচার হয়। এ বিষয়ে জানতে মন্ত্রীকে ফোন করা হলে তিনি বলেন, হ্যাঁ, আমাকে বিমানের দায়িত্ব দেয়া হয়েছে। এটুকু বলেই তিনি ফোন কেটে দেন।

মঙ্গলবার পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেয়া নারায়ণ চন্দ্র চন্দ আগে থেকেই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর মারা গেছেন। আর মোস্তফা জব্বার কাজ করেন তথ্য প্রযুক্তি বিষয়ে। তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সেটি আগে থেকেই অনুমেয় ছিল।

আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়া রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী মঙ্গলবার রাতেই জানিয়েছেন, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে চলেছেন।