English Version
আপডেট : ১১ নভেম্বর, ২০১৭ ১৬:০৬

২৩ শর্তে বিএনপির সমাবেশ

অনলাইন ডেস্ক
২৩ শর্তে বিএনপির সমাবেশ

জতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রবিবার (১২ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার লিখিত অনুমতি পেয়েছে বিএনপি। তবে এ সমাবেশ করার জন্য বিএনপিকে ২৩টি শর্ত দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১১নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, কিছুক্ষণ আগে ডিএমপি থেকে লিখিতভাবে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। এই সমাবেশ সাংগঠনিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে অনুমোদনপত্র সংগ্রহ করেছে।

সকালে বিএনপির কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দীন চৌধুরী অ্যানি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন ডিএমপি কার্যালয়ে গেলে তাদের অনুমতিপত্র দেয়া হয়। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি রোববার এ সমাবেশ আয়োজন করছে। প্রতি বছর ৭ নভেম্বর তারা বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। এ বছর নানা কারণে সমাবেশ করতে বিলম্বিত হয়েছে।

সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, আহমদ আজম খান, নিতাই রায় চৌধুরী, হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, হারুন অর রশীদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, হাবিবুল ইসলাম হাবিব, শরাফত আলী সফু, ফজলুল হক মিলন প্রমুখ।