English Version
আপডেট : ৩ অক্টোবর, ২০১৭ ১৮:১৫

দেশে ফেরার পর প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা

অনলাইন ডেস্ক
দেশে ফেরার পর প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
টানা ২১ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। ওইদিন বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত সড়কে লোক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি।
এ বিষয়ে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম পরিবর্তন ডটকমকে বলেন, ‘বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত মূল সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। এর প্রস্তুতি নিতে তিন অক্টোবর যৌথসভা করব আমরা।’
মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওই যৌথসভায় দলটির বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাড়াও ঢাকার সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যান প্রধানমন্ত্রী। ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন তিনি। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ছাড়াও বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন শেখ হাসিনা।
এরপর ২ অক্টোবর তার দেশে ফেরার কথা থাকলেও পিত্তথলিতে অস্ত্রোপচার হওয়ায় পাঁচ দিন পর ফিরছেন তিনি।