English Version
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:৫৩

আ. লীগের মনোনয়ন চান এফবিসিসিআই ও বিজিএমইএ’র ৬ নেতা

অনলাইন ডেস্ক
আ. লীগের মনোনয়ন চান এফবিসিসিআই ও বিজিএমইএ’র ৬ নেতা

আগামী একাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং পোশাক খাতের রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ’র সাবেক বর্তমান ও সাবেক ৬ জন নেতা। পূর্বপশ্চিমবিডি.নিউজের অনুসন্ধানে এবং প্রার্থীদের ঘনিষ্ঠজনদের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ফরিদপুর-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন। যদিও এ আসনে বর্তমান সংসদ সদস্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই দলের একক প্রার্থী হিসাবেই বিবেচিত হচ্ছেন।

এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ঢাকার উত্তরা থেকে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ঠ সূত্র। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফরসঙ্গী হিসাবে ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতা হিসাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মহিউদ্দিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

এক্সপোর্টাস এসোশিয়েসন অব বাংলাদেশ (ইএবি)’র সভাপতি, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও তারকা ফুটবলার বিএনপিপন্থী ব্যবসায়ী হিসাবেই পরিচিত হলেও আব্দুস সালাম মুর্শেদী আগামী নির্বাচনে খুলনা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের একটি নির্ভরযোগ্য সূত্র পূর্বপশ্চিমকে বিষয়টি নিশ্চিত করেছে। সালাম মুর্শেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি মোহামেডান ফুটবল ক্লাবেরও দায়িত্বশীল পদে রয়েছেন।

বিজিএমইএ’র বর্তমান কমিটির সহ-সভাপতি এস এম মান্নান কচি ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (প্রথম) হিসাবে দায়িত্ব পালন করছেন। ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) থেকে এবার আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসাবেও লড়েছেন।

বিজিএমই’র সাবেক পরিচালক শেখ আতিয়ার রহমান দীপু বর্তমানে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি গোপালগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। যদিও এ আসনের বর্তমান সংসদ সদস্য লে. কর্ণেল (অব.) ফারুক খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। দলের আরেকটি সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি নির্বাচন করেন তবে আসন ফারুক খানকে ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে তাকে ঢাকার একটি আসন থেকে মনোনয়ন দেয়া হতে পারে।

এফবিসিসিআইয়ের বর্তমান কমিটির পরিচালক এবং ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাসটিজের প্রেসিডেন্ট ড. কাজী এরতেজা হাসান সাতক্ষীরা-২ আসন থেকে নৌকার মনোনয়ন চাইবেন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফরসঙ্গী হিসাবে ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতা হিসাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।