English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৭ ১৪:৩৬

বড় ধরনের বন্যার আশঙ্কা, বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ ওবায়দুল কাদেরের

অনলাইন ডেস্ক
বড় ধরনের বন্যার আশঙ্কা, বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ ওবায়দুল কাদেরের

ভয়াবহ বন্যায় চরম দুর্ভোগে আক্রান্ত মানুষ সোমবার সকালে সরকারি সহযোগিতার আহ্বান জানান। আর বন্যা পরিস্থিতির এমন অবনতিতে দলের নেতাকর্মীদেরকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শ্রেণিপেশার মানুষকেও একই আহ্বান জানান তিনি।

সোমবার গণমাধ্যমে পাঠানো দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, আগস্টের শেষে দেশে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে।

এছাড়া বলা হয়, গেলো কয়েক দিন ধরেই দেশের প্রধান নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে উত্তরের জেলা দিনাজপুরে ২২ জনের মৃত্যু হয়েছে। বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে আরো বেশ কিছু শহরে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশের প্রধান নদ-নদীর পানি ২৭ পয়েন্টে বিপদসীমার ওপরে বইছে। আসছে ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং আসছে ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারার পানি বাড়বে বলেও জানানো হয়েছে।

জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১১৮ সেন্টিমিটার, কাজীপুরে ১০০ সেন্টিমিটার, গাইবান্ধার বদরগঞ্জে যমুনাশ্বরী নদীর পানি ১২৬ সেন্টিমিটার, সুনামগঞ্জের সুরমা নদীর পানি  ৯১ সেন্টিমিটার, গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বিপদসীমা সবচেয়ে বেশি অতিক্রম করেছে কংস। নেত্রকোনার জারিজঞ্জাইল পয়েন্টে এই নদীর পানি বইছে বিপদসীমার ১৮১ সেন্টিমিটার ওপর দিয়ে।