English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৭ ১৪:৪৬

বিএনপিকে ডিবেটের চ্যালেঞ্জ আ’লীগের

অনলাইন ডেস্ক
বিএনপিকে ডিবেটের চ্যালেঞ্জ আ’লীগের

ষোড়শ সংশোধনী বাতিল করে আদালতের রায় ঘোষণার পর সরকারের বৈধতা নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার পর এবার দলটিকে উন্মুক্ত বিতর্কের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ এ নিয়ে নীরব থাকলেও বিএনপির শীর্ষ নেতারা সরকারের ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছিলেন। এরপর গত মঙ্গলবার বিভিন্ন আলোচনা সভায় রায় নিয়ে বিচ্ছিন্নভাবে দলটির বেশ কয়েকজন নেতা প্রতিক্রিয়া জানান। তার প্রেক্ষিতে বুধবার বিকেলে আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যমের সামনে আসেন সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু, আওয়ামীপন্থি আইনজীবীদের এই নেতা দীর্ঘদিন দলটির আইন বিষয়ক সম্পাদকও ছিলেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসময় তার সাথে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, সংসদ সদস্য ব্যরিস্টার ফজলে নূর তাপসসহ অন্যরা উপস্থিত ছিলেন। দলের পক্ষে মতিন বলেন, ‘বিএনপি রায় নিয়ে অপরাজনীতি করছে। তারা এর অপব্যাখ্যা দিচ্ছে। আর বিচার বিভাগের সাথে সরকারের বৈরিতার যে কথা উঠছে তা ভিত্তিহীন।’ বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই বা বৈধতা নেই- বিএনপি নেতারা এমন যেসব কথা বলছে তার জন্য আমরা ওপেন ডিবেটের চ্যালেঞ্জ দিচ্ছি। তারা প্রমাণ করুক কিভাবে সরকার বৈধতা হারিয়েছে।’ সাবেক এই আইনমন্ত্রী বলেন, একজন আইনজীবী হয়ে মওদুদ আহমেদ যেসব কথা বলছেন, তা একেবারেই অনুচিত। আদালতের হস্তক্ষেপ চেয়ে এই আইনজীবী বলেন, ‘বিএনপি রায়ের যে ভুল ব্যাখ্যা দিচ্ছে তা আদালত অবমাননার শামিল। আদালতের উচিৎ তাদের কাছে এ বিষয়ে জবাব চাওয়া। মতিন খসরু বলেন, ‘আদালত সংসদকে প্রি ম্যাচিউরড বলেছে, আবার বলেছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে দেশ স্বাধীন হয়নি; এসব অনাকাঙ্খিত।’ তবে এটিই দলের চূড়ান্ত বক্তব্য নয় ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা রায়টি আরও পর্যবেক্ষণ করছি। এরপরই এ বিষয়ে সিদ্ধান্ত নিব।