English Version
আপডেট : ১২ জুন, ২০১৭ ১৬:৪৯

প্রধানমন্ত্রী নয়, কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে : কাদের

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী নয়, কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে : কাদের

‘আগামী সংসদ নির্বাচন ‘প্রধানমন্ত্রী নয়, নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে’ জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলনের ভয়ে আওয়ামী লীগ ভীত নয় মন্তব্য করে তিনি বলেন, ‘দলটি ফাঁকা বুলিনির্ভর রাজনৈতিক দল’।

রবিবার ছাত্রলীগের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোন বছরের কোন ঈদের পর বিএনপি আন্দোলন করবে, তা পরিষ্কার করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। অন্যান্য গণতান্ত্র্রিক দেশে চলমান সরকার যেমন ক্ষমতায় থাকে একটা রুটিন ওয়ার্ক করে নির্বাচন কমিশনকে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করে শেখ হাসিনা সরকারও সেই ভূমিকা পালন করবে।

ওবায়দুল কাদের বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানান।