English Version
আপডেট : ১০ জুন, ২০১৭ ০৭:১৮

আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে : সেলিম

আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে : সেলিম

ভোটারবিহীন সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। জনআন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। ২০১৮ সালে জনগনের সরকার প্রতিষ্ঠিত করা হবে বলে মন্তব্য করেছেন এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

তিনি বলেন, যেভাবে আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে ঠিক তেমনি ভাবে দ্রব্যমূল্যে উর্ধ্বগতি হচ্ছে। এই আওয়ামী লীগ মানুষকে ভাওতা দেয়ার জন্য অনেক মিথ্যা কথা বলে কিন্তু কাজে কখনো পরিণত করে না। এই আওয়ামী লীগই মানুষকে আশা দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে কিন্তু আজকে ১ কেজি চালের দাম ৫০ টাকা। গরিব মানুষের অবস্থা খারাপ। মাছ-মাংসের দামের কথা বাদই দিলাম। কোন সবজি ৪০-৫০ টাকার নিচে পাওয়া যায় না। তার উপর আবার গ্যাসের মূল্যবৃদ্ধি করেই যাচ্ছে।

শুক্রবার দলীয় দলীয় মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি,র যুব সংগঠন গণতান্ত্রিক যুব দল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব দলের সভাপতি তমিজউদ্দিন টিটুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এলডিপি নেতা শফিউল বারী বাবু, ড. জাফর সিদ্দিকী, অধ্যাপিকা কারিনা মাহবুব, বেলাল হোসেন মিয়াজী, যুব দল নেতা অধ্যাপক মাহবুবুর রহমান, আলী আজগর বাবু প্রমুখ।

শাহাদাত হোসেন সেলিম বলেন, আজকে দেশে আইনের শাসন বলে কিছু নেই। মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। কারণ বিচার বিভাগ বিচারকরা নয়, নিয়ন্ত্রণ করে এই আওয়ামী লীগ সরকার। এদের হাত এতো লম্বা যে কিছুইকেই পরোয়া করে না। তারা কাউকে সম্মান দিতে জানে না। পুলিশ-শিক্ষকের গায়েও তারা হাত তুলছে।