English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৭ ১৩:৪৩

জিয়া ৭ মার্চের ভাষণে স্বাধীনতার সবুজ সংকেত পেয়েছিলেন: কাদের

অনলাইন ডেস্ক
জিয়া ৭ মার্চের ভাষণে স্বাধীনতার সবুজ সংকেত পেয়েছিলেন: কাদের

মঙ্গলবার (৭ মার্চ) রাজধানী ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় প্রকাশিত জিয়াউর রহমানের একটি লেখার উদ্ধৃতি দিয়ে তিনি এসব কথা সাংবাদিকদের বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস স্বীকার করে না। তারা ক্ষমতায় এলে জবর দখল করে নিজেদের মতো করে ইতিহাস গড়তে চায়।

তিনি বলেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বলেই ৭ মার্চকে স্মরণ করে না। তারা ক্ষমতায় গেলে ইতিহাস জবর দখল করে। অথচ অধিকাংশ রাজনৈতিক দল দিনটি পালন করছে।’

কাদের বলেন, ‘ওই ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এটিই ছিলো প্রকৃত স্বাধীনতার ঘোষণা। অথচ বিএনপির এটা উপলব্ধি করে না। আসলে এটা চেতনার ব্যাপার, মূল্যবোধের ব্যাপার, অনুভূতির ব্যাপার। যা বিএনপির নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘এই ৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। নিরস্ত্র বাঙালীকে সশস্ত্র পাকিস্তানীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন।’

তিনি আরো বলেন, ‘আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে, সকল প্রকার অসুন্দর ও অসাম্প্রদায়িকতাকে পরাজিত করে স্বাধীনতাকে সুসংহত করা। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা।’