English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০৪:৩১

খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,  আগামী নির্বাচন অবশ্যই যথা সময়েই করতে হবে। তবে তার আগে জঙ্গিদের সঙ্গী ও আশ্রয় প্রস্রয়দাতা খালেদা জিয়ার বিচার করতে হবে।

শনিবার বিকেলে বরিশালে অশ্বিনী কুমার হল চত্বরে জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

জাসদ সভাপতি বলেন, জাসদ বাংলাদেশ আর সামরিক শাসন চায় না, রাজাকারদের ক্ষমতা দেখতে চায় না। সেকারণেই আগামী জাতীয় নির্বাচন যথা সময়ে করতেই হবে। তবে এর আগে জঙ্গিদের সঙ্গী ও আশ্রয় প্রশ্রয়দাতা খালেদা জিয়ার বিচার করতে হবে। তিনি আরো যোগ করেন বলেন, খালেদা জিয়াকে সরকার মামলায় ফাঁসায়নি। তিনি জঙ্গিদের আশ্রয় দিয়ে, মানুষ পুড়িয়ে, দুর্নীতি ও হত্যা করে নিজেই মামলায় ফেঁসে গেছেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে একটি জঙ্গি দমনের যুদ্ধ চলছে। আমরা যুদ্ধের মধ্যেই আছি। এই যুদ্ধ গণতন্ত্র রক্ষার যুদ্ধ, জঙ্গি শেষ করার যুদ্ধ।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে ইনু বলেন, খালেদা জিয়া ও তার স্বামী জিয়া শুধু ক্ষমতার জন্যই জঙ্গিদের লালন পালন করেছে। ক্ষমতার জন্যই তাদের গত ১০ বছরের জামায়াত রক্ষার ইতিহাস, ২০ বছরের ইতিহাস যুদ্ধ অপরাধীদের রক্ষার ইতিহাস, গলাকাটা বাহিনীর মাঠে ছেড়ে দেয়ার ইতিহাস এবং সর্বশেষ ৯৩ দিন মানুষ পোড়ানোর ইতিহাস। এসব ইতিহাসের গড়ার নেত্রী খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে।   জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বরিশাল জেলা ও মহানগর কমিটির আয়োজনে এই সমাবেশ নগর জাসদের সভাপতি মো. মজিবুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক ওয়াবয়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এড. আ. হাই মাহাবুবসহ বিভাগের পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠী, পিরোজুর, বরগুনা ও  ভোলা জেলা থেকে আসা জাসদের নেতৃবৃন্দ।

জেইউ/এএস