English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৩৭

‘খালেদা জিয়াকে বাদ দিয়ে আরেকটি পাতানো নির্বাচনের স্বপ্ন দেখছে আ.লীগ’

নিজস্ব প্রতিবেদক
‘খালেদা জিয়াকে বাদ দিয়ে আরেকটি পাতানো নির্বাচনের স্বপ্ন দেখছে আ.লীগ’

বগুড়া : খালেদা জিয়া, ‘খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রেখে আরেকটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। আর এ কারণেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরস্থ টিএমএসএস মিলনায়তনে কৃষকদলের প্রতিনিধি সভায় এসব কথা বলেন দুদু। আগামী ২৭ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী কৃষকদলের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগের এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

দুদু বলেন, ‘আওয়ামী লীগ আবারও অবৈধ পন্থায় ক্ষমতায় যাওয়ার যে নীলনকশা তৈরি করছে দেশের মানুষ তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে।’

তিনি আরো বলেন, ‘আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলায় বিচারের নামে সাজা দেয়া হয়েছে। নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখতে দলের অনেক নেতাকেই সাজা দেয়ার পরিকল্পনা করছে আওয়ামী লীগ।’

কৃষকদল বগুড়া জেলা শাখার সহ-সভাপতি আকরাম হোসেন মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মো. শোকরানা, কৃষকদলের কেন্দ্রীয় নেতা তকদির হোসেন, মো. জসিম, জামাল উদ্দিন খান মিলন, মীর শাহে আলম, লাভলী রহমান, নূর আফরোজ জ্যোতি, নাজমুল হুদা পাপন, মেহেদী হাসান হিমু, এস এম রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশ নেন।