English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:২৫

আলাদা জোট গড়ছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক
আলাদা জোট গড়ছেন এরশাদ

আগামী নির্বাচনকে সামনে রেখে আলাদা জোট গড়ার কাজ চলছে বলে জানিয়েছে  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে এমন আশার কথা জানান জাপা চেয়ারম্যান। 

তিনি বলেন, জাতীয় পার্টির নেতৃত্বে আগামী নির্বাচনের আগে ১০-১৫টি দল নিয়ে জোট গঠন করা হবে। দেশ ও জাতির স্বার্থে তাদের ক্ষমতায় যেতে হবে। এ অনুষ্ঠানে রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক মো. মোস্তফা সেলিম বেঙ্গলের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।

এরশাদ বলেন, নিজেদের জন্য নয়, দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টিকে ক্ষমতায় যেতে হবে। অতীতে জাতীয় পার্টি যেমন দেশকে সুশাসন ও সমৃদ্ধি দিয়েছে আগামীতেও তারা জাতিকে শান্তি ও নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিতে পারে। জনগণ এখন জাতীয় পার্টিকেই তাদের আশা ভরসার প্রতীক হিসেবে দেখতে শুরু করেছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতীর  সভাপতিত্বে এই সভায় দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ দিদার বখত, পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, মো. আরিফুর রহমান খান, যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা সুমন আশরাফ, হেলাল উদ্দিন হেলাল, মো. মিল্টন মোল্লা বক্তব্য দেন।