English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:২১

‘আ.লীগ নেতাদের আচরণে ঘাটতি আছে’

নিজস্ব প্রতিবেদক
‘আ.লীগ নেতাদের আচরণে ঘাটতি আছে’

রাজশাহী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভোটের রাজনীতিতে বিএনপিকে খাটো করে দেখার কিছু নেই। আর যদি তা করা হয় তবে ১৯৯১ সালের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে। তাই ঘরে বসে না থেকে এখন থেকেই নির্বাচনের প্রস্ততি নিতে হবে। কারণ কর্মীদের অপকর্মের ফল নেতাদের ভোটের সময় কান্নার রোল হয়ে যায়। যদি মানুষের মাঝে ক্ষমতায় থাকতে চান তবে ভোটরদের সাথে ভালো ব্যবহার করতে হবে।

শনিবার রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

আগামী বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘সরকারের উন্নয়নে ঘাটতি নেই, ঘাটতি আছে নেতাদের আচরণে। আচরণটা শুদ্ধ করতে হবে। নির্বাচনের দেরি নেই। মানুষের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করেন। এখন ক্ষমতায় আছেন, কেউ কিছু বলছে না। আচরণ খারাপ হলে মানুষ ব্যালটে শাস্তি দিয়ে দিবে।’

তিনি বলেন, ‘কে কী করেন, সব জানি। আমার নেত্রীও জানেন। দলে গণবিরোধী গডফাদার চাই না। জনপ্রিয় লিডার চাই। কর্মীবান্ধব নেতা হোন। কর্মীদের মূল্যায়ন করুন। অনুপ্রবেশকারী বসন্তের কোকিলদের দলে ঠাঁই দেবেন না। ত্যাগী কর্মীদের নিয়ে কমিটি করবেন। কর্মীদের ত্যাগই এই আওয়ামী লীগ। পরগাছাদের নিয়ে কেউ দল ভারি করার চেষ্টা করবেন না।’

বাংলাদেশ, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতাকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আরও শক্তিশালি করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আওয়ামী লীগ কে বাঁচাতে হলে নেতাদেরও কর্মী হতে হবে। বাংলাদেশে সবচাইতে ঝুকিতে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ তিনি উন্নয়নের জোয়ারে ভাসছেন।