English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ২৩:১৬

‘বিএনপির সঙ্গে সরকারের সংলাপের কোন সম্ভাবনা নেই’

নিজস্ব প্রতিবেদক
‘বিএনপির সঙ্গে সরকারের সংলাপের কোন সম্ভাবনা নেই’

ঢাকা: ‘বিএনপির সঙ্গে সরকারের সংলাপের কোন সম্ভাবনা নেই’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ১৪ দলের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।    বিএনপির উদ্দেশে মোহম্মদ নাসিম বলেন, ‘বিএনপি রাজনীতিতে ধৈর্য্যরে পরিচয় দিচ্ছে। তাই আশা করি, আগামী নির্বাচনে তারা অংশ গ্রহণ করবেন। সকলকে ধৈর্য্যরে পরিচয় দিতে হবে। বিএনপিকে আরো দু’বছর ধৈর্য্য ধরতে হবে। নির্ধারিত সময় শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণ যাদের নির্বাচিত করবে তারাই দেশের শাসনভার পরিচালনা করবেন।’

বিএনপির সাথে সরকারের সংলাপের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ নাসিম বলেন, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করে থাকে। তিনি সেই সংলাপের আয়োজন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন। সসরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের কোন সম্ভাবনা নেই।   সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ(একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আকতার, জাসদ(একাংশ)’র সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক মোহাম্মদ নাসিম।