English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ২৩:৩৪

রমজানে কোনও পণ্যের ঘাটতি হবে না: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
রমজানে কোনও পণ্যের ঘাটতি হবে না: প্রধানমন্ত্রী

রমজা‌ন মা‌সে যে পণ্যগু‌লো বে‌শি প্র‌য়োজন হয়, তা পর্যাপ্ত মজুত র‌য়ে‌ছে জা‌নি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ছেন, রমজা‌নে কো‌নও প‌ণ্যের অভাব হ‌বে না।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলন-২০২৪-এ যোগদানের জন্য তার সাম্প্রতিক জার্মানি সফরের ফলাফল সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ সম্পর্কে শেখ হাসিনা বলেন, ছোলা, খেজুর, চিনির মতো পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানির ব্যবস্থা রয়েছে। সুতরাং, এতে কোনও সমস্যা হবে না।

প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি মিউনিখ যান এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন। মিউনিখে অবস্থানকালে শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেন।