English Version
আপডেট : ৪ নভেম্বর, ২০১৯ ১৪:১৮
সূত্র:

যুবলীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন শেখ তন্ময়

যুবলীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন শেখ তন্ময়

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। ইতোমধ্যে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বয়সসীমা ৫৫ নির্ধারণ করে দিয়েছেন।

কাজেই বর্তমানে যারা নেতৃত্বে আছে তাদের দুয়েকজন ছাড়া অধিকাংশই এবার নেতৃত্ব থেকে বাদ পড়ছেন এটা নিশ্চিত। নতুন নেতৃত্বে কে আসছেন তা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে। এর মধ্যেই হঠাৎ করেই যুবলীগের নেতৃত্বে শেখ তন্ময়ের নাম এসেছে।

শেখ তন্ময় গত ৩০ ডিসেম্বর নির্বাচনে মনোনয়ন পেয়ে আলোচিত হয়েছিলেন। তরুণ সমাজের হৃদয় জয় করে নিয়েছিলেন। সেই প্রেক্ষাপটেই শেখ তন্ময়ের নাম আবার আলোচনায় এসেছে বলে আওয়ামী লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

তবে একটি সূত্র বলছে, প্রধমবার যুবলীগের চেয়ারম্যান নয়, শেখ তন্ময়কে ভাবা হচ্ছে যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সভাপতি তাকে ডেকে কথা বলেছেন বলেও একটি সূত্র নিশ্চিত করেছে। শেষ পর্যন্ত শেখ তন্ময় ‍যুবলীগের প্রধান দুটি পদের একটি গ্রহণ করবেন কিনা সেটা বোঝা যাবে এই মাসেই।