English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:৪৫

চলছে খালেদার আপিলের প্রস্তুতি: মোকাবেলায় প্রস্তুত দুদক

অনলাইন ডেস্ক
চলছে খালেদার আপিলের প্রস্তুতি: মোকাবেলায় প্রস্তুত দুদক

মঙ্গলবারের মধ্যে আদালতে উপস্থাপনের জন্য পুরোদমে আপিল প্রস্তুতির কাজ করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।

আপিল আবেদনের ফটোকপি, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন এবং যে কোর্টে শুনানি করবেন সেই কোর্ট নির্ধারণ করতে পারলেই মঙ্গলবার আইনজীবীরা আপিল আবেদন আদালতে উপস্থাপন করতে পারবেন।

যদি খালেদার আপিল আবেদন আইনজীবীরা মঙ্গলবার উপস্থাপন করতে পারেন তাহলে, আগামী বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হতে পারে বলে মনে করছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

তবে এ রায়ের বিরুদ্ধে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি আজ জামিন আবেদন ও রায়ের বিরুদ্ধে আপিল করেন, তা হলে তা মোকাবেলার জন্য দুদক প্রস্তুত আছে।

মঙ্গলবার সকালে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ কথা জানান।

দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাতেই দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে আছেন খালেদা জিয়া। ওই দিনদুপুরে মামলার রায় ঘোষণা করেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত।

এর ১২ দিন পর সোমবার একই আদালত এ মামলার এক হাজার ১৭৪ পৃষ্ঠার রায় প্রকাশ করেন। এদিন খালেদা জিয়াসহ মামলার আসামিদের ও দুদককে রায়ের কপি সরবরাহ করা হয়।

উল্লেখ্য, রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া মামলায় অন্য আসামি তার ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানা করা হয়।