English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:৪৪

‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ’

অনলাইন ডেস্ক
‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ’

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশের পাশে আছে। রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে কাজ করছে। এ পর্যন্ত যত রোহিঙ্গা বাংলাদেশে এসেছে মিয়ানমারকে এদের সবাইকে ফেরত নিতে হবে। সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নিজ কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পোর সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। 

তোফায়েল আহমেদ আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, চলতি মাসেই মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ঠিক সেদিনই ৩০০ রোহিঙ্গা আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে তারা। মিয়ানমারের অবস্থান আমরা কিছুই বুঝতে পারছি না।

রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের রায়ের পর তিনি জেলে আছেন। আদালতের রায়কে আইনিভাবেই মোকাবিলা করা উচিত। আমি আদালতের বিষয়ে কিছু বলতে চাই না। 

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দেশ আজ সব ক্ষেত্রে সঠিক পথে আছে। রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সব ট্র্যাকেই। এছাড়া বর্তমানে পেঁয়াজসহ সব কিছুর দাম স্বাভাবিক রয়েছে।