English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৮ ১১:৫৭

মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়াটা বড় অর্জন হবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়াটা বড় অর্জন হবে : প্রধানমন্ত্রী

মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়াটা আমাদের সরকারের জন্য অনেক বড় অর্জন হবে। যারা এখন এটা নিয়ে সমালোচনা করছে, আমরা এই জায়গায় পৌঁছাতে না পারলে, তারাই আবার সমালোচনায় মুখর হয়ে উঠতো। তারা বলতো সরকার পারলো না, সরকার ব্যর্থ। কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে এবং তাতে বৈদেশিক বিনিয়োগ বাড়বে।

তিনি আরো বলেন, আমরা নিজের টাকায় পদ্মাসেতু করছি, আমাদের সক্ষমতার কারণে এখন বিশ্ব ব্যাংক ও এডিবি আরও বেশি ঋণ দিতে চায়। ১৮ হাজার কোটি টাকার বিনিয়োগ আসতে পারে। আমরা অর্থনৈতিকভাবে স্বচ্ছল, এটা মনে করে অনেকেই বিনিয়োগ করতে আসবে। বিনিয়োগ বাড়বে সঙ্গে সঙ্গে রফতানিও বাড়বে।