English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৮ ১০:৪১

তুরাগতীরে শেষ পর্বের আখেরি মোনাজাত শুরু

অনলাইন ডেস্ক
তুরাগতীরে শেষ পর্বের আখেরি মোনাজাত শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে শুরু হওয়া মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের এই মোনাজাত আজ রবিবার বেলা সকাল সাড়ে ১০টা ২০ মিনিটের দিকে শুরু হয়। প্রথম পর্বের মতো শেষ পর্বেও বাংলায় পরিচালিত মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হচ্ছে।

মোনাজাত পরিচালনা করছেন ঢাকার কাকরাইল মসজিদের মাওলানা মোহাম্মদ জোবায়ের। এর আগে বাংলা ভাষায় হেদায়েতি বয়ান করেন মাওলানা আব্দুল মতিন।  এই মোনাজাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে মুসল্লিরা পায়ে হেটে ও বিভিন্ন যানবাহনে করে ছুটে যাচ্ছেন ইজতেমা ময়দানের দিকে। হাজার মানুষের ভিড় উপেক্ষা করে থেমে নেই মুসল্লিদের যাত্রা।