English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৮ ১১:০৮

ইজতেমার প্রথম আখেরি মোনাজাত চলছে

অনলাইন ডেস্ক
ইজতেমার প্রথম  আখেরি মোনাজাত চলছে

তুরাগ তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা প্রথম প্রথম পর্বের আখেরি মোনাজাত চলছে। রবিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৩তম ইজতেমার প্রথম পর্ব।

এবার আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান দুইই হবে বাংলায়। আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার মধ্যরাত থেকেই ওই এলাকার কয়েকটি রাস্তায় যান চলাচলও বন্ধ রয়েছে।

জানা যায়, আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে ১৯টি বিশেষ ট্রেন চলাচল করবে। এ ছাড়া সব আন্তনগর ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে। বিআরটিসি দুই শতাধিক স্পেশাল বাস সার্ভিস চালু করেছে। আখেরি মোনাজাতের দিন ছাড়াও ইজতেমা চলাকালীন টঙ্গী স্টেশনে দ্রুতযানসহ প্রতিটি ট্রেন যাত্রাবিরতি করবে।

আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।